কমলো এলপিজি সিলিন্ডার ও অটোগ্যাসের দাম

০২ ডিসেম্বর ২০২১

দেশে চলতি ডিসেম্বর মাসের জন্য বেসরকারি পর্যায়ে এলপিজি গ্যাসের (সিলিণ্ডার) দাম কমানো হয়েছে। অটোগ্যাসের সঙ্গে কমানো হয়েছে বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত (রেটিকুলেটেড) এলপিজির দামও। কমানো দামে প্রতিকেজি এলপিজি কিনতে গুনতে হবে ১০২ টাকা ৩২ পয়সা (মূসকসহ)। আর অটোগ্যাসে ক্ষেত্রে ৫৭ টাকা ২৪ পয়সা ও (রেটিকুলেটেড) এলপিজির  বেলায় ৯৯ টাকা ০৮ পয়সা দাম পড়বে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) থেকেই এ দর কার্যকর হবে। বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ দাম ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিইআরসি বলছে, আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারে দাম কমানো হলো। কমনো দাম অনুযায়ী ১২ কেজির সিলিন্ডারের দাম পড়বে ১ হাজার ২২৮ টাকা, সিলিন্ডার প্রতি কমানো হয়েছে ৮৫ টাকা। অটোগ্যাসে ক্ষেত্রে লিটারে কমছে ৩ টাকা ৯৪ পয়সা। শুধু ১২ কেজি নয়, সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই কমানো হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

দাম কমানোর আগে প্রতিকেজি এলপিজি কিনতে খরচ হতো ১০৯ টাকা ৪২ পয়সা। সে হিসাবে ১২ কেজির সিলিন্ডারের দাম পড়ত এক হাজার ৩১৩ টাকা। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৬১ টাকা ১৮ টাকা আর (রেটিকুলেটেড) এলপিজির দাম ১০৬ টাকা ১৯ পয়সা ছিল।

প্রসঙ্গত, দাম কমানোর আগে তিন দফায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও পরিবহনের জ্বালানি হিসেবে ব্যবহৃত এলপি (অটোগ্যাস) দাম বাড়ানো হয়।   সংবাদ সম্মেলনে কমিশন চেয়ারম্যান আব্দুল জলিল, সচিব রুবিনা ফেরদৌসী, সদস্য মকবুল ই ইলাহি, আবু ফারুকসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর