কমেছে শনাক্ত, বেড়েছে মৃত্যু

২৫ ফেব্রুয়ারী ২০২২

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে ১১ জন করোনা রোগী মারা গেছেন। নমুনা পরীক্ষায় এ রোগ ধরা পড়েছে এক হাজার ৪০৬ জনের। এর আগের ২৪ ঘণ্টায় ১০ জন করোনা রোগী মারা যায়, করোনা শনাক্ত হয় এক হাজার ৫১৬ জনের। সে হিসাবে শনাক্ত কমলেও মৃত্যু বেড়েছে।

গত ২৪ ঘণ্টায়  পাঁচ দশমিক ৪৮ শতাংশ নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি ছিল। নমুনা সংগৃহীত হয় ২৫ হাজার ৭০২টি, পরীক্ষা হয় ২৫ হাজার ৬৬৭টি। মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ছয় হাজার ৯৩৬ জন।

এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট ১৯ লাখ ১৪১ হাজার ৫৭ জন। এর মধ্যে  মারা গেছেন ২৯ হাজার ১৬ জন, সুস্থ হয়েছেন ১৭ লাখ ৯৩ হাজার ৮২ জন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৩ লাখ ৩৬ হাজার ৮৮৬টি। শনাক্তের হার ১৪ দশমিক ৫৫।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ পাঁচ জন আর নারী ছয় জন। বিভাগের মধ্যে চট্টগ্রামের  চার জন, বরিশাল ও সিলেটে দুই জন করে এবং ঢাকা, রাজশাহী ও খুলনায় একজন করে ছিল। সরকারি হাসপাতালে  নয়জন এবং বেসরকারি হাসপাতালে দুইজন মারা গেছেন।

এমকে


মন্তব্য
জেলার খবর