এসএমই পণ্য মেলা ৫ ডিসেম্বর শুরু

০২ ডিসেম্বর ২০২১

একদম দেশিয় পণ্য নিয়ে সপ্তাহব্যাপী নবম জাতীয় এসএমই পণ্য মেলা শুরু হচ্ছে এবার ৫ ডিসেম্বর। রাজধানী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিল্প মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এ মেলায় উদ্যোক্তাদের জন্য ৩২৫টি স্টলের ব্যবস্থা থাকবে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

শিল্পমন্ত্রী জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে মেলা প্রাঙ্গণ। মেলায় বিদেশী বা আমদানিকৃত পণ্য মেলায় প্রদর্শন কিংবা বিক্রয় করা যাবে না। মেলায় অংশগ্রহণের ক্ষেত্রে কৃষি/খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারী শিল্প, আইসিটি/সফট্ওয়ার, চামড়া ও চামড়াজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং, পাট ও পাটজাত, প্লাস্টিক, হস্ত ও কারুশিল্প, জুয়েলারি (কৃত্রিম), খেলনা ও আগর শিল্পের সঙ্গে সম্পৃক্ত এসএমই প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার দেয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে  প্রধানমন্ত্রীর পক্ষে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২১’ বিজয়ী ৪ জন উদ্যোক্তার হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও চেক তুলে দেয়া হবে। প্রসঙ্গত, ২০১২ সাল থেকে এ মেলার আয়োজন করা হয় প্রতিবছর।

এমকে

 


মন্তব্য
জেলার খবর