বৃষ্টির সম্ভাবনা

০২ ডিসেম্বর ২০২১

পরবর্তী ৭২ ঘণ্টা (তিন দিন)’র শেষ দিকে দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকলেও প্রায় অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা। আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পূর্বাভাসে বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় সকালের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় তেঁতুলিয়ায়- ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতর বলছে, আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকা সৃষ্ট লঘুচাপ সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে, বর্তমানে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘণীভূত হয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা দেখছে অধিদফতরটি।

এমকে


মন্তব্য
জেলার খবর