‘দীর্ঘ সময় ধরে প্রতিবছর টিকা নিতে হবে’

০২ ডিসেম্বর ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ কোনোভাবেই থামানো যাচ্ছে না। নতুন ভাবে নতুন ভ্যারিয়েন্টে নতুন করে ছড়াচ্ছে ভাইরাসটি। সম্প্রতি করোনার নতুন একটি ভ্যারিয়েন্টের বিস্তার শুরু হয়েছে। এটি বিগতগুলোর তুলনায় মারাত্মক ঝুঁকিপূর্ণ ও সংক্রামক বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

 

করোনার সংক্রমণ রোধে টিকা নেয়ার বিকল্প নেই। ‍করোনার দুই ডোজ টিকা নেয়ার কথা বলা হলেও এবার প্রতিবছর করোনার টিকা নেয়ার পরামর্শ দিলেন মার্কিন ওষুধ প্রস্তুতকারক সংস্থা ফাইজারের প্রধান ড. আলবার্ট বুর্লা। বৃহস্পতিবার বিসিবির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

‘খুবই উঁচু মাত্রার সুরক্ষা নিশ্চিত করতে হবে। এ জন্য প্রতিবছর টিকা নেওয়ার বিকল্প নেই। দীর্ঘ সময় ধরে এমন প্রক্রিয়া চলমান রাখতে হবে।’ বিবিসির এক সাক্ষাতকারে বুর্লা এসব কথা বলেন।

 

ড. বুর্লা আরো বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের বেটা ভ্যারিয়েন্ট এবং ভারতে শনাক্ত হওয়া ডেল্টা ভ্যারিয়েন্ট মোকাবেলায় ফাইজারের টিকা কার্যকর করার পদক্ষেপ ইতোমধ্যেই নেয়া হয়েছে। তবে ওই দুটি ধরন মোকাবেলায় টিকায় তেমন কোনো পরিবর্তন ঘটাতে হয়নি।’

 

সদ্য শনাক্ত হওয়া ওমিক্রন ভ্যারিয়েন্টের নিরাময়ে কার্যকর টিকা আবিষ্কারে তার কোম্পানি কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ‘আগামী ১০০ দিনের মধ্যে টিকা হালানাগাদ করার কাজ শেষ হবে।’

 

 

আরআই


মন্তব্য
জেলার খবর