চোটের কারণে চট্টগ্রাটম টেস্টে খেলতে পারেননি সাকিব আল হাসান। ফিটনেসে টেস্টে উত্তীর্ণ হয়ে দলে ডাক পেয়েছেন। ঢাকা টেস্টে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান। এজন্য দল আসার আগেই মাঠে নেমে পড়েন। নিজেকে ঝালিয়ে নেন সাকিব।
বৃহস্পতিবার সকাল ১১টা। সাকিব চলে এলেন মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে। এসেই নেমে পড়েন অনুশীলনে। যেখানে বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলনে নামার কথা দুপুর দেড়টায়। তার আগেই শুরু হয় নেট প্রাকটিস। মোট ৬ জন বোলারের মোকাবেলা করেন। বল হাতে অনুশীলন সারেন। দুই ঘন্টার বেশি নেটে ছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এরপর দলের সাথে যুক্ত হন।
অনুশীলনে নামার আগে করোনা টেস্ট করাতে হয় সাকিবের। সেখানে নেগেটিভ আসায় তবেই নামতে পারেন অনুশীলনে। এত দিন বায়ো-বাবলের বাইরে থাকায় অনুশীলনে নামান অনুমতি মেলেনি।
৪ ডিসেম্বর পাকিস্তানের বিপক্ষে শুরু হবে ২য় টেস্ট। শেষ টেস্টে জয়ের প্রত্যাশা করছে বাংলাদেশ। জয়ের স্বাদ নেয়ার জন্য মুখিয়ে আছে ক্রিকেট ভক্তরাও। প্রথম টেস্টে জয় নিয়ে ১-০ তে এগিয়ে আছে অতিথিরা।
ঢাকা টেস্টের জন্য গেল রোববার ২০ সদস্যে দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন সাকিব আল হাসান। গত ম্যাচে ইনজুরির কারণে বাদ পড়া তাসকিন আহমেও রয়েছেন দলে। এছাড়া প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন মোহাম্মদ নাঈম।
দ্বিতীয় টেস্টের জন্য ২০ সদস্যের বাংলাদেশ দল :
মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, আবু জায়েদ রাহি, নাঈম হাসান, মাহমুদুল হাসান, রেজাউর রহমান, খালেদ আহমেদ, শহিদুল ইসলাম ও মোহাম্মদ নাঈম।
আরআই