২০১৫-১৯ সাল পর্যন্ত আর্জেন্টিনার প্রেসিডেন্ট ছিলেন মৌরিসিও মাক্রি। তার সময়ে সাবমেরিন আরা সান হুয়ানে ডুবে গিয়ে ৪৪ জন নাবিক মারা যান। এসব নাবিকের পরিবার-আত্মীয়দের ওপর নজরদারি করেছিলেন বলে অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
তার বিরুদ্ধে অভিযোগ, তাদের ওপর নজরদারি করতে সিক্রেট সার্ভিসকে নির্দেশ দিয়েছিলেন তিনি। বিচারক মারিন বাভা বলেছেন, মাক্রি আর্জেন্টিনার গোয়েন্দা আইন ভঙ্গ করেছেন। তবে এ অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন মাক্রি। বৃটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মাক্রি বলেন, আমি কারও বিরুদ্ধে গোয়েন্দাগিরি করিনি। সরকারের কাউকে আমি কারো বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির এমন নির্দেশ দেইনি।
এদিকে নিহতদের স্বজনরা অভিযোগ, ‘আমাদের অনুসরণ করা হয়েছে। হয়রানি করা হয়েছে। এমনকি নৌবাহিনীর বিরুদ্ধে আরা সান হুয়ান সাবমেরিন রক্ষণাবেক্ষণে অবহেলার অভিযোগ আনায় আমাদের ফোন রেকর্ড করা হয়েছে।’
প্রসঙ্গত, ২০১৭ সালের ১৫ নভেম্বর নিয়মিত মিশন থেকে ফেরার পথে আর্জেন্টিনা উপকূল হতে ৪৩০ কিলোমিটার দূরে সাবমেরিনটি নিখোঁজ হয়। এক বছর পর পাতাগোনিয়া উপকূলে এর ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়।
আরআই