পণ্য রফতানি বাড়ছে

০৩ ডিসেম্বর ২০২১

নির্ষিষ্ট সময়ের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পরিমাণ টাকার পণ্য রফতানি হয়েছে চলতি অর্থবছরে। আগের বছরের একই সময়ের তুলনায়ও এ বছরে বেড়েছে এ আয়। তুলনার এ হিসাবই বলে দিচ্ছে দেশে বৈদেশিক মুদ্রা আয়ের সবচেয়ে বড় খাত পণ্য রফতানি বাড়ছে। রফতানি বৃদ্ধির এ তথ্য ওঠে এসেছে রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি)  হালনাগাদ প্রতিবেদনে, প্রকাশ হয়েছে বৃহস্পতিবার (২ ডিসেম্বর)। চলতি অর্থবছরের ৪ হাজার ৩৫০ কোটি ডলারের পণ্য রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে  বাণিজ্য মন্ত্রণালয় ।

ইপিবির তথ্য বলছে, লক্ষ্যমাত্রার চেয়ে ১৩ দশমিক ২৭ শতাংশ পণ্য রফতানি বেশি হয়েছে চলতি অর্থবছরের (২০২১-২২) প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বরে)।  এ সমযে রফতানি হয়েছে ১ হাজার ৯৭৯ কোটি ডলারের পণ্য, লক্ষ্যমাত্রা ধরা ছিল ১ হাজার ৭৪৭ কোটি ডলার। গত বছরের নভেম্বরের তুলনায় চলতি বছরের নভেম্বরে ৩১ দশমিক ২৫ শতাংশ বেশি হয়েছে এ রফতানি- ৪০৪ কোটি ডলারের পণ্য।  শুধু তাই নয়, আগের অর্থবছরের প্রথম পাঁচ মাসের সঙ্গে তুলনায়  চলতি অর্থবছরে ২৪ দশমিক ২৯ শতাংশ বেশি হয়েছে পণ্য রফতানি। আগের অর্থবছরে রফতানি হয়েছিল ৩ হাজার ৮৭৬ কোটি ডলারের পণ্য।

ইপিবির তথ্যানুযায়ী,  এ বছরটির প্রথম পাঁচ মাসে তৈরি পোশাক ছাড়াও কৃষি প্রক্রিয়াজাত, চামড়া ও চামড়াজাত পণ্য, হিমায়িত খাদ্য, হোম টেক্সটাইল, প্রকৌশল পণ্য ও হস্তশিল্প রফতানি বেড়েছে। তবে কমেছে পাট ও পাটজাত পণ্যের রফতানি আয়,  সাড়ে ১৭ শতাংশ।

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর