কোটি কোটি টাকা বকেয়া বিদ্যুৎ বিভাগে

০৩ ডিসেম্বর ২০২১

শ’ শ’ কোটি টাকা বকেয়া বিদ্যুৎ বিল নিয়ে চলছে দেশের বিদ্যুৎ বিভাগ। গ্রাহকদের কাছে থেকে বকেয়া আদায়ে ব্যর্থ হয়ে ইতোমধ্যে ২১ হাজার ৮৩৮টি মামলা করেছে বিদ্যুৎ বিতরণকারী ছয় কোম্পানি। কোম্পানিগুলোর মধ্যে মামলার সংখ্যাই বেশি পল্লী বিদ্যুতের, কম ডেসকোর। এসব মামলার বিপরীতে কোম্পানিগুলোর পাওনা রয়েছে ৫৯৪ কোটি ১৬ লাখ ৬৫ হাজার ১০০ টাকা। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকের কার্যপত্র থেকে এ তথ্য পাওয়া গেছে। বুধবার রাজধানী ঢাকায় সংসদ ভবনে এ বৈঠক হয় কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খানের সভাপতিত্বে।

তথ্যানুযায়ী, পল্লী বিদ্যুৎ মামলা করেছে ৯ হাজার ৮৪৫টি, তাদের সংশ্লেষ অর্থের পরিমাণ ৩২ কোটি ২৭ লাখ ৫৩ হাজার ৩৫৪ টাকা। এছাড়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চার হাজার ৪৬৬টি মামলার বিপরীতে সংশ্লেষ অর্থের পরিমাণ ৫৮ কোটি ২৭ লাখ ৫৪ হাজার ১৩৪ টাকা, ডিপিডিসির তিন হাজার ৫৩৮টি মামলায় সংশ্লেষ অর্থের পরিমাণ ১৮৪ কোটি ৭৩ লাখ ৯০ হাজার ৮৯৭ টাকা, ডেসকোর সংশ্লেষ অর্থের পরিমাণ ১৩৯ কোটি ৯৯ লাখ ৭৩ হাজার ৮৬২ টাকা ১৪টি মামলার বিপরীতে, নেসকোর সংশ্লেষ অর্থের পরিমাণ ৪৩ কোটি ৯১ লাখ ৩৫ হাজার ১৮৫ টাকা তিন হাজার ৯৮৮টি মামলা বিপরীতে এবং ওজোপাডিকোর ৪৭টি মামলায় সংশ্লেষ অর্থ ১১৪ কোটি ৯৬ লাখ ৫৭ হাজার ৬৬৮ টাকা।

বৈঠকে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় ভূগর্ভস্থ বৈদ্যুতিক ক্যাবল স্থাপন, গণ-পরিবহনে জ্বালানির ব্যবহার নিয়ে আলোচনা হয় এবং এ বিষয়ে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়। তাছাড়া বিদ্যুতায়িত হয়ে হাতির মৃত্যুর বিষয়টিও তদন্ত করার সিদ্ধান্ত হয়।

বৈঠকে কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ, আবু জাহির, এস এম জগলুল হায়দার, আছলাম হোসেন সওদাগর, খালেদা খানম এবং নার্গিস রহমান বৈঠকে অংশ নেন।

এমকে


মন্তব্য
জেলার খবর