সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে দেশে একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন (ইসি) গঠন সম্ভব হবে। আর এ কমিশন আগামীতে জাতীয় ও স্থানীয় নির্বাচনগুলো অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সক্ষম হবে। এমনটাই আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতির উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এ কথা বলেন তাঁর প্রেস সচিব মো. জয়নাল আবেদীন। তার আগে এদিন সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সার্চ কমিটি। এ সময় রাষ্ট্রপতির কাছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে নিয়োগে দিতে ১০ জনের নাম সুপারিশসহ প্রস্তাবের তালিকা পেশ করেন এ কমিটি।
ইসি সংক্রান্ত আইন পাস হওয়ার পরে এবারই প্রথম আইন অনুযায়ী গঠিত সার্চ কমিটির মাধ্যমে ইসি নিয়োগ করবেন রাষ্ট্রপতি। প্রস্তাবিত নামগুলো থেকে একজন সিইসিসহ পাঁচ সদস্য বিশিষ্ট ইসি নিয়োগ করা হবে। ১০ নামের মধ্যে দুইজন সিইসি ও বাকি আটজন অন্যান্য কমিশনার পদে প্রস্তাব করা হয়েছে। আইনি বাধ্যবাধকতা না থাকায় আর রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া এ তালিকা সার্চ কমিটি প্রকাশ করবে না- সেটা আগেই জানিয়েছেন কমিটির প্রধান।
এদিকে বঙ্গভবনের বাইরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, সার্চ কমিটি তাদের চূড়ান্ত তালিকা রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছেন। রাষ্ট্রপতি সেটা গ্রহণও করেছেন। পর্যালোচনা শেষে এ বিষয়ে অতিসত্বর নির্দেশনা দেবেন তিনি। দুই-এক দিনের মধ্যে, যত তাড়াতাড়ি সম্ভব এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রিপরিষদ সচিব।
ওদিকে বঙ্গভবনে সাক্ষাতের সময় অসুস্থতার কারণে সার্চ কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান উপস্থিত ছিলেন না। তবে কমিটির বাকি সদস্যরা সেখানে ছিলেন বলে জানা গেছে।
সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, নিরলস প্রচেষ্টার জন্য অনুসন্ধান কমিটির সদস্যদের প্রশংসা করাসহ ধন্যবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি। আর নিজেদের কার্যক্রমে সাচিবিক সহায়তাসহ সার্বিক সহায়তার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ ও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ দিয়েছেন সার্চ কমিটি।
এর আগে রাষ্ট্রপতির কাছে সুপারিশসহ প্রস্তাবের জন্য আইন মেনে এ ১০ জনের নাম চূড়ান্ত করে সার্চ কমিটি। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) কমিটির ৭ম বৈঠকে এটা চূড়ান্ত করা হয়। তার আগে আওয়ামী লীগসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল থেকে ও বিভিন্নভাবে সিইসি ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে ৩২২ জনের নামের প্রস্তাব পায় সার্চ কমিটি। সেখান থেকে প্রথম ধাপে ২০ জনের ও পরের ধাপে ১২-১৩ জনের ও শেষ ধাপে ১০ জনের নাম বাছাই করা হয়। নাম প্রস্তাব করতে নিবন্ধিত সব রাজনৈতিক দলের কাছে চিঠি দেওয়া ছাড়াও ব্যক্তিগতভাবে সিভিসহ আবেদন করার সুযোগ রেখেছিল কমিটি। বিএনপিসহ সমমনার বেশ কয়েকটি দল ছাড়া নাম প্রস্তাব করেনি। প্রস্তাবিত নামের তালিকা মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এ তালিকায় অধিকাংশই ছিলেন অধ্যাপক, বিচারপতি, সাবেক সচিব, সাবেক সামরিক কর্মকর্তা। ইসি গঠন সংক্রান্ত আইন মোতাবেক ৫ ফেব্রুয়ারি এ সার্চ কমিটি গঠন করে দিয়েছিলেন রাষ্ট্রপতি।
এমকে