বাংলাদেশ পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি মোট তিনটি পদে ১০ জনকে নিয়োগ দেয়া হবে। আবেদনের শেষ তারিখ ২৩ ডিসেম্বর, ২০২১। বিজ্ঞপ্তিতে বর্ণিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন যে কেউ।
যে পদগুলোতে আবেদন করা যাবে:
১. কম্পিউটার অপারেটর পদে ৫ জনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা।
২. ডাটা এন্ট্রি অপারেটর পদে নেওয়া হবে দুজনকে নেওয়া হবে। প্রার্থীকে এইচএসসি/ সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
৩. অফিস সহায়ক পদে নেওয়া হবে ৩ জন। প্রার্থকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।
আবেদনকারীকে চাকরির জন্য সিআইডির নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম পাওয়া যাবে এ https://www.cid.gov.bd/ ও https://www.police.gov.bd/ দুই ওয়েবসাইটে। আবেদন ফরম ডাউনলোড করে নিজ হাতে পূরণ করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
অতিরিক্ত আইজিপি, সিআইডি হেড কোয়ার্টার্স, মালিবাগ, ঢাকা-১২১৭।
আরআই