তালেবান সদস্যদের ভাই বলে সম্বোধর করলেন আফগানিস্তানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হামিদ কারজাই। সম্প্রতি বৃটিশ ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে তিনি তালেবানদের ভাইয়ের মতো দেখেন বলে মন্তব্য করেন।
হামিদ কারজাই বলেন, ‘আমি তালেবান সদস্যদের ভাইয়ের মতো দেখি। এ ছাড়া আফগানদেরও ভাইয়ের মতো দেখি।’
২০০১ সালে ক্ষমতাচ্যুত হয় তালেবান। তালেবান সরকারের বিদায়ের পর ক্ষমতায় বসেন হামিদ কারজাই। ২০১৪ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি। বিবিসিকে সাক্ষাতকার দেয়ার আগে তালেবানের সাথে আলোচনায় বসেছিলেন তিনি। তালেবানের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেছেন কারজাই।
কারজাই বলেন, ‘যখন ক্ষমতায় ছিলাম, তখন তালেবান সদস্যদের ভাই বলে সম্বোধন করলে যে উদ্দেশ্য থাকত, এখনও সে উদ্দেশ্য নিয়েই তাঁদের ভাই বলে সম্বোধন করছি।’
তালেবান ক্ষমতা দখলের পর যারা দেশ ছেড়েছেন, তাদের ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, ‘এটা আমাদের দেশ। আমরা এ মাটির সন্তান। আমাদের উচিত হবে না এ মাটি ছেড়ে যাওয়া। এ দেশের মঙ্গলের জন্য আমাদের এখানে থাকা উচিত। যারা দেশ ছেড়ে চলে গেছেন, তাদের প্রতি আমি আহ্বান জানাই, দেশে ফিরে আসুন, দেশের মঙ্গলে কাজ করুন।’
নারীরা শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যেন যেতে পারে সে বিষয়ে তালেবান সরকার সম্মত হয়েছে বলে জানিয়েছেন হামিদ কারজাই।
আরআই