তিলে তিলে খালেদাকে হত্যা করা হচ্ছে: ফখরুল

০৩ ডিসেম্বর ২০২১

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে একটা মিথ্যা মামলা দিয়ে তিলে তিলে সচেতনভাবে তাকে হত্যা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেয়া তাদের নুন্যতম দাবি। এটা দয়া, মহানুভবতা বা মানবিকতা নয়— একজন নাগরিকের অধিকার।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এমন মন্তব্য করেন। খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে চিকিৎসার দাবিতে জাতীয়তাবাদী কৃষকদল সমাবেশের আয়োজন করে।

মির্জা ফখরুলের দাবি, খালেদা জিয়া ও গণতন্ত্র দু’টি অবিচ্ছেদ অংশ। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকারের জন্য সংগ্রাম করছেন তিনি। তার মতো দেশে ক’জন নেতা আছেন-  এখনও কারাগারে আছেন, হাসপাতালে আছেন- প্রশ্ন রাখেন মির্জা ফখরুল।

চিকিৎসা পাওয়া খালেদা জিয়ার অধিকার উল্লেখ করে বিএনপি মহাসচিব জানান, আমাদের অধিকার- গণতন্ত্র ও ভোট ফিরে পাওয়ার, কথা বলা অধিকার ফিরে পাওয়ার। আওয়ামী লীগ সরকারের আমলে দেমে সুষ্ঠু নির্বাচন সম্ভব না বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়বাদী কৃষকদলের সভাপতি হাসান জাফর তুহিন। এ সময় বিএন‌পির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ উপস্থিত ছিলেন।

এমকে


মন্তব্য
জেলার খবর