শনিবার আঘাত হানতে পরে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’

০৩ ডিসেম্বর ২০২১

মধ্য আন্দামান সাগর ও আশেপাশের এলাকায় অবস্থানরত নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি শনিবার (৪ ডিসেম্বর) সকালে ভারতের উপকূলে আঘাত হানতে পারে। এর প্রভাবে সুন্দরবন, সাতক্ষীরাসহ বাংলাদেশের উপকূলীয় ও আশেপাশের এলাকায় প্রচণ্ড ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে এমনটাই জানাচ্ছে আবহাওয়া অধিদফতর সংশ্লিষ্টরা। এবারের ঘূর্ণিঝড়ের নাম 'জাওয়াদ'। আরবি শব্দ ‘জাওয়াদ’ নামকরণ করেছে সৌদি আরব। এর অর্থ উদার বা করুণাময়।

এদিকে জাওয়াদের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দররকে ২ নম্বর দূরবর্তী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌযানকে উপকূলের কাছাকাছিতে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। নিষেধ করা হয়েছে গভীর সাগরে বিচরণ করতে।  নিম্নচাপটি ঘুর্ণিঝড়ে পরিণত হওয়ার আগেই নিম্নচাপের প্রভাবে ভারতে বৃষ্টি শুরু হয়েছে।

আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘুর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ  ৬২ কিলোমিটার। এ গতিবেগ দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রের কাছে  খুবই উত্তাল রয়েছে সাগর।

এমকে

 


মন্তব্য
জেলার খবর