মৃত্যু ৩, শনাক্ত ২৪৩

০৩ ডিসেম্বর ২০২১

করোনায় ভুগে গত ২৪ ঘণ্টায় দেশে ৩ জন মারা গেছেন। পরীক্ষায় ২৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনামুক্ত হয়েছেন ২২৫ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ৭০ জনের। এর মধ্যে মারা গেছেন  ২৭ হাজার ৯৮৯ জন, সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪১ হাজার ৮৮৬ জন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৯ লাখ ৪৬ হাজার ৪৬টি। শনাক্তের হার ১৪ দশমিক ৪১।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ১৭ হাজার ৪৭৩টি, পরীক্ষা হয়েছে ১৭ হাজার ৩৮৭টি। শনাক্তের হার ১ দশমিক ৪০। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২ জন আর নারী ১জন। বিভাগের মধ্যে ঢাকার ২জন, আরেকজন খুলনার। তারা সবাই সরকারি হাসপাতালে মারা গেছেন।

এমকে

 


মন্তব্য
জেলার খবর