জবিতে চাকরির সুযোগ

০৪ ডিসেম্বর ২০২১

জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে সহকারী প্রকৌশলী (সিভিল) ও সেকশন অফিসার লোকবল নেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২০ ডিসেম্বর, ২০২১। বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন যে কেউ।

যেভাবে আবেদন 
প্রার্থীদের প্রতিষ্ঠানটির নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ফরম পূরণ করতে হবে। শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও নম্বরপত্র, অভিজ্ঞতার প্রমাণপত্রের (প্রযোজ্য ক্ষেত্রে) সত্যায়িত প্রতিলিপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত প্রতিলিপি এবং সদ্য তোলা পাসপোর্ট আকারের তিন (৩) কপি সত্যায়িত রঙিন ছবি যুক্ত করে অনলাইনে দাখিল করা আবেদন ফরমের প্রিন্ট কপিসহ আট সেট পূর্ণাঙ্গ আবেদনপত্র সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত অফিস চলাকালে (সকাল আটটা থেকে বিকেল চারটা) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর ডাকযোগে বা কুরিয়ার সার্ভিস বা সরাসরি পৌঁছাতে হবে। আবেদন করার আগে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জেনে নিতে হবে।

আরআই


মন্তব্য
জেলার খবর