বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বেঁচে না থাকলে আওয়ামী লীগও থাকবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, খালেদা জিয়া জীবিত বলেই সীমান্তে এখনও শত্রুরা ভয় পায়। তিনি না থাকলে গণতন্ত্র থাকবে না।
শনিবার রাজধানী ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে এমন মন্তব্য করেন। খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদশে পাঠানোর অনুমতির দাবিতে এ সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল।
সরকারকে হুঁশিয়ারি দিয়ে মির্জা ফখরুল বলেন, অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ দিন। অন্যথায় আন্দোলনের মাধ্যমে তার চিকিৎসা নিশ্চিত করা হবে, আর সেই আন্দোলন হবে সরকার পতনের আন্দোলন।
সমাবেশে বক্তব্য দেন- ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, বিএনপির প্রচার সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান প্রমুখ।
এমকে