ক্রমশ উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’। ঝড়টির কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ আগের মতোই রয়েছে- ঘণ্টায় সর্বোচ্চ ৬২ কিলোমিটার, যেটা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে বৃদ্ধি পাচ্ছে ৮৮ কিলোমিটার পর্যন্ত । সাগর উত্তাল থাকায় দেশের চার সমুদ্র বন্দরকে (চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা ) ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। নদীবন্দরগুলোর জন্য দেয়া আগের সতর্কতা সংকেতই বহাল রাখা হয়েছে- ১ নম্বর।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌযানকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। নিষেধ করা হয়েছে গভীর সাগরে বিচরণ করতে। ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘জাওয়াদ’এখন সমুদ্র বন্দর চট্টগ্রাম থেকে ১ হাজার ৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার থেকে ৯৬৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মংলা থেকে ৮৪০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণপশ্চিমে এবং পায়রা থেকে ৮৬৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছে। এর আগে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হলেও এখনো সাগরে আগের এলাকাতে অবস্থান করছে- পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায়। আরও অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর-উত্তরপশ্চিম দিকে। সকালের দিকে চট্টগ্রাম থেকে ১ হাজার ৩০, কক্সবাজার থেকে ১ হাজার ৯৫, মংলা থেকে ৮৮৫ ও পায়রা থেকে ৮৯৫ কিলোমিটার দুরে ছিল।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সকালের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
এমকে