নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারসহ ৫ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার সকালে সদরের মাঝাপাড়া পুটিহারী এলাকার শরিফুল ইসলাম শরিফের বাড়ি থেকে এ সরঞ্জাম উদ্ধার করা হয়। এর আগে ওই ৫ জনকে জেলার বিভিন্ন স্থান থেকে আটক করা হয়। তারা জঙ্গি কার্যক্রম চালিয়ে আসছিল বলে জানিয়েছে র্যাব।
আটকরা হলো- জাহেদুল ইসলাম (২৮), ওহেদুল ইসলাম (২৬), ওয়াহেদ আলী (৩০), আব্দুল্লাহ আল মামুন সুজা (২৬) ও নুরুল আমিন (২৮)। জিজ্ঞাসাবাদের জন্য তাদের র্যাব-১৩ রংপুর কার্যালয়ে নেয়া হয়েছে।
র্যাব’র আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই ৫ জনকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে শরিফের বাড়িটি ঘিরে রাখা হয়। পরে বোম ডিসপোজাল ইউনিট অভিযান চালিয়ে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে। অভিযানের পুরোটা সংবাদ সম্মেলনে জানানো হবে বলে জানান তিনি। খন্দকার আল মঈন আরও বলেন, ওয়াহেদ আলীর নেতৃত্বে ওই বাড়িতে বোমা তৈরির কাজ করা হতো।রংপুর অঞ্চলে সেই এ কাজ করতো।
মহিনুল ইসলাম সুজন/এমকে