৩ দিনে ৩১৪ ডেঙ্গু রোগী ভর্তি

০৪ ডিসেম্বর ২০২১

দেশে চলতি ডিসেম্বর মাসের প্রথম তিনদিনে বিভিন্ন হাসপাতালে ৩১৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টাও ভর্তি হয়েছেন ৫৩ জন। বেশিরভাগ ভর্তি হয়েছেন রাজধানী ঢাকার হাসপাতালে। শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

কন্ট্রোল রুম জানায়, গত ২৪ ঘণ্টার ৫৩ জনের মধ্যে ঢাকার হাসপাতালে ২৪ জন ও বাকি ২৯ জন অন্যান্য বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে  বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২৯৩ জন। তাদের মধ্যে ঢাকায় ২১৩ জন, অন্যান্য বিভাগের বাকি ৮০ জন। চলতি বছরে এখন পর্যন্ত ভর্তি হয়েছেন ২৭ হাজার ৪৩৬ জন। এর মধ্যে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ হাজার ১৪৫ জন। এ বছরে এখন পর্যন্ত   ৯৮ জন ডেঙ্গু রোগী মারা গেছেন।

এমকে

 


মন্তব্য
জেলার খবর