নভেম্বরে সড়কে ৪১৩ জনের প্রাণহানি

০৪ ডিসেম্বর ২০২১

দেশে গেল নভেম্বর মাসে সড়ক দুর্ঘটনায় ৪১৩ জন নিহত ও ৫৩২ জন আহত হয়েছেন। হতাহতের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এ সময়ে দুর্ঘটনা ঘটেছে সব মিলে ৩৭৯টি। বিভিন্ন গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে নিজেদের তৈরি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন নামের একটি সংগঠন। শনিবার গণমাধ্যমে  প্রতিবেদনটি পাঠায় তারা।

রোড সেফটি ফাউন্ডেশনের হিসাবে, নিহতদের মধ্যে নারীর সংখ্যা ৬৭ জন এবং  শিশু রয়েছে ৫৮ জন। যান হিসেবে বেশি দুর্ঘটনার শিকার হয়েছে মোটরসাইকেল। ১৫৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৮৪ জন। এছাড়া এ সময়ে ৭টি নৌ-দুর্ঘটনায় ৯ জন নিহত এবং ৫ জন নিখোঁজ রয়েছেন। রেলপথে ১১টি  দুর্ঘটনায় ১৩ জন নিহত এবং ২ জন আহত হয়েছেন। বিভাগের মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে ঢাকায় - ৮৩টি দুর্ঘটনায় নিহত হয়েছে ১০৪ জন। সবচেয়ে কম বরিশালে- ২২টি দুর্ঘটনায় নিহত ২৪ জন।

দুর্ঘটনার কারণ হিসেবে বরাবরের মতোই ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা ও শারীরিক-মানসিক অসুস্থতা, বেতন ও কর্মঘণ্টা নির্দিষ্ট না থাকা, মহাসড়কে স্বল্পগতির যানবাহন চলাচল, সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন না জানা ও না মানার প্রবণতা ও দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনার কথা বলছে সংগঠনটি ।

এমকে

 


মন্তব্য
জেলার খবর