মায়ের ভালোবাসা কখনই পরিমাপ করা যায় না। ছেলের জন্য যদি কেউ জীবন দিতে রাজি থাকেন তিনি হলেন মা। ছেলেকে বাঁচাতে জমের সাথে লড়াই করতে প্রস্তত থাকেন মা। এমনই এক ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। এক আদিবাসী নারী তার সন্তানকে বাঁচাতে চিতাবাঘের সাথে লড়াই করেছন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এখবর জানানো হয়েছে।
সম্প্রতি স্থানীয় সময় রাতে মধ্যপ্রদেশের সিধি জেলার ‘সঞ্জয় টাইগার রিজার্ভ’এর বাফার জোনের বাদি ঝরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। কিরণ নামের বাইগা উপজাতির ওই নারী, তিন সন্তানকে নিয়ে তাদের কুঁড়েঘরের বাইরে আগুনের পাশে বসে ছিলেন। এমন সময় বাঘটি অতর্কিত তাদের ওপর আক্রমণ করে।
বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়, চিতাবাঘটি কিরণের আট বছরের ছেলেকে জঙ্গলে টেনে নিয়ে গেলেও সাহস না হারিয়ে অন্য দুই সন্তানকে ঘরে বন্দি করে রেখে, বাঘের পিছু পিছু ছুটতে থাকেন।
টাইগার রিজার্ভের ডিরেক্টর ওয়াই পি সিং বলেন, “কিরণ প্রায় এক কিলোমিটার পথ বাঘটিকে তাড়া করেন। এরই মধ্যে বাঘটি শিশুটিকে ঝোপের মধ্যে নিয়ে যায়। এতে কিরণও সাহস না হারিয়ে লাঠি দিয়ে চিতাবাঘটিকে ভয় দেখাতে থাকেন। এক পর্যায়ে বাঘটি ভয় পেয়ে শিশুটিকে ছেড়ে চলে যায় বাঘ। কিরণ এগিয়ে ঝোপের মধ্যে যান। তখনই বাঘটি আবারও তাদের আক্রমণ করে। শিশুটির পিঠে, গালে ও চোখে বাঘের নখের আচড় লেগেছে। কিরণ নিজেও আহত হয়েছেন।”
বন বিভাগের কর্মীরা জানান, চিতাবাঘের আক্রমণে ওই নারী ও তার সন্তান আহত হলেও তিনি মনোবল না হারিয়ে লড়াই করে গেছেন এবং এক সময় সন্তানকে নিয়ে জীবিত ফিরে এসেছেন।
আরআই