বিভিন্ন স্থানে হচ্ছে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা

০৪ ডিসেম্বর ২০২১

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি শুরু হয়েছে। এতে তাপমাত্রা কিছুটা কমতে পারে রাতে। সাগর উত্তাল থাকায় চার সমুদ্র বন্দরকে (চট্রগ্রাম,কক্সবাজার, মংলা ও পায়রা) ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে, নৌবন্দরগুলোকে দেয়া হয়েছে ১ নম্বর সতর্কতা সংকেত। গভীর সাগরে বিচরণ করতে বারণ করা হয়েছে মাছ ধরার সব নৌযানকে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে এসব তথ্য।

আবহাওয়া অধিদফতর জানায়, সীতাকুণ্ড ও কুতুবদিয়ায় ২ মিলিমিটার, চট্টগ্রাম,  কক্সবাজার,  রাঙ্গামাটি, ঢাকা, গোপালগঞ্জ, রাজশাহী,বগুড়ায়, খুলনা ও সাতক্ষীরা, বরিশাল ও পটুয়াখালীতে সামান্য বৃষ্টি হয়েছে। ঘুর্ণিঝড়টির কেন্দ্রে ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ আগের মতোই আছে- ঘণ্টায় সর্বোচ্চ ৬২ কিলোমিটার, যা ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে দমকা বা ঝড়ো  হাওয়া আকারে।

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর