মন্তব্য
ঢাকা টেস্টে হানা দিয়েছে বৃষ্টি। মেঘ-বৃষ্টির লুকোচুরিতে পরিত্যাক্ত ২য় দিনের খেলা। প্রথম দিনের শেষ সেশনেও খেলা মাঠে খেলা গড়ায়নি। তবে এগিয়ে আছে পাকিস্তান। ১৮৮ রান তুলে আর ব্যাট ধরতে পারেনি। বৈরি আবহাওয়ায় ড্র হওয়ার পথেই ঢাকা টেস্ট।
তবে ড্রর নয় জয়ের কথা ভাবছিল বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টের বদলা নিতে মরিয়া ছিল দলটি। দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছিলেন ফিল্ডিং কোচ মিজানুর রহমান বাবুল। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে তা হয়ত অধরাই রয়ে যাবে।
রোববার দ্বিতীয় দিন শেষে দুই উইকেটে স্কোরবোর্ডে ১৮৮ রান তুলেছে পাকিস্তান। আগের দিন ৬০ রানে অপরাজিত থাকা বাবর আজম এদিন যোগ করেছেন ১১ রান। তিনি অপরাজিত আছেন মোট ৭১ রানে। আরেক ব্যাটাসম্যান আজহার আলী অপরাজিত আছেন ৫২ রানে।
আরআই