ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সারাদেশে বৈরি আবহাওয়া। দিনভর গুড়ি গুড়ি বৃষ্টি। জনমানুষের স্বাভাবিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে। বৃষ্টি হানা দিয়েছে ঢাকা টেস্টেও। পাকিস্তানের বিপক্ষে রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে চলছিল বাংলাদেশের টেস্ট। বৃষ্টির কারণে পণ্ড হলো ২য় দিনের খেলাও। প্রথম দিনের খেলায়ই হানা দেয় বৃষ্টি। মেঘ-বৃষ্টির দোলাচলে বন্ধ হয়ে যায় খেলা। এর আগে ১৮৮ রান করে পাকিস্তান। এমন বৈরি আবহাওয়ায় ড্রর দিকে এগোচ্ছে ঢাকা টেস্ট।
এরই মধ্যে ঘটল মজাদার ঘটনা। ২য় দিনের খেলা তখনও বন্ধ হয়নি। তবে খেলোয়াড়রা জেনে গিয়েছিল আজ বল মাঠে গড়াচ্ছে না। এই সুযোগে অনেকটা ছেলেবেলায় হারিয়ে গেলেন সাকিব আল হাসান। হঠাৎ মাঠের পূর্ব দিকের ইনডোর থেকে ছুটে আসলেন মাঠের দিকে। মাঠে ঢুকেই বৃষ্টির পানিতে দুষ্টুমিতে ভাসলেন বিশ্বসেরা অলরাউন্ডার।
বিকেল ৩টায় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। তার মিনিট ১০ মিনিট আগে বৃষ্টিস্নানে মেতে উঠেন সাকিব। ইনডোর থেকে মাঠে ঢুকে হঠাৎ করে পিচ কভারের ওপর স্লাইড করলেন তিনি। পূর্ব দিকের পিচ কভার থেকে স্লাইড করে পুরো শরীর ছেড়ে দিলেন বৃষ্টির পানিতে। ধীরে ধীরে স্লাইড করে চলে গেলেন প্রায় ১৫ গজ দূরে।
মুহূর্তের মধ্যে সবার চোখ পড়ল সাকিবের দিকে। গ্যালারি থাকা কয়েকজন দর্শক হাতে তালি দিয়ে উপভোগ করলেন। সাকিবও মাতলেন বৃষ্টিতে ভেজার আনন্দে। সাকিবের এই দুষ্টুমি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বৃষ্টির দিনে সাকিবের এই দুষ্টুমি ভালোই আনন্দ দিল ভক্তদের।
আরআই