‘অসম্ভব’ সিনেমার শুটিং শুরু

০৫ ডিসেম্বর ২০২১

যাত্রাশিল্পীদের গল্প নিয়ে তৈরি ‘অসম্ভব’ সিনেমার শুটিং শুরু হয়েছে। প্রথম পর্যায়ে মানিকগঞ্জের জাবরা গ্রামে শুটিং করা হয়েছে। আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত একটানা এখানে শুটিং চলবে।জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাস সিনেমাটি পরিচালনা করেছেন। সরকারি অনুদানে নির্মিত হচ্ছে সিনেমাটি।

 

সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, অরুণা বিশ্বাস, শতাব্দী ওয়াদুদ, সোহানা সাবা, গাজী আবদুন নূর, শাহেদ, তার বিপরীতে স্বাগতা এবং যাত্রা সম্রাজ্ঞী জ্যোৎস্না বিশ্বাস চরিত্রে নিজেই অভিনয় করছেন।

 

প্রথমবারের মতো সিনেমা নির্মান প্রসঙ্গে বলেন, “দীর্ঘদিন ধরেই সিনেমা এবং ও নাটকে অভিনয় করছি, তাই সবাই অসম্ভব সিনেমাটিকে নিজেদের সিনেমা হিসাবে মনে করেই শতভাগ মনোযোগ দিয়ে কাজ করছেন।”

 

তিনি আরও বলেন, “আমরা সবাই একটি পরিবারের মতো হয়েই কাজ করছি। আজ বাবা বেঁচে থাকলে হয়তো সবচেয়ে বেশি খুশি হতেন। বাবাকে খুব মিস করছি। আমি প্রত্যেক শিল্পীর কাছে, পুরো ইউনিটের কাছে কৃতজ্ঞ।

 

আরআই


মন্তব্য
জেলার খবর