পথ এখনো খোলা রয়েছে : রুশ পররাষ্ট্রমন্ত্রী

২৪ ফেব্রুয়ারী ২০২২

রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে। ইউক্রেনের ৭৪টিরও বেশি সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছ রাশিয়। অপর দিকে ইউক্রেন বলছে, তাদের ৪০ জন সেনা নিহত হয়েছেন এবং মারা গেছেন অন্তত ৩০ জন বেসামরিক লোক। তবে ৫০ জন রুশ সেনাকেও তারা হত্যা করেছে বলে দাবি করেছে।

 

এমন অবস্থার মধ্যে এখনো আলোচনার সময় ফুরিয়ে যায়নি বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি বলেছেন, ইউক্রেনে সামরিক অভিযান চালালেও রাশিয়া সব সময় আলোচনার জন্য প্রস্তুত।

 

“দুঃখের বিষয় এই যে আমাদের পশ্চিমা বন্ধুরা আন্তর্জাতিক আইনকে মর্যাদা দেন না। বরঞ্চ তারা তাকে ধ্বংস করতে চেষ্টা করছেন এবং তাদের গড়া ‘আইনভিত্তিক বিশ্ব ব্যবস্থা’ বাস্তবায়নে চেষ্টা করে চলেছেন,” রুশ সরকারি সংবাদ সংস্থাই আইআরএকে বলেছেন লাভরভ।

 

“আমেরিকান সহকর্মীদের সাথে আমাদের বিস্তারিত কথা হয়েছে। নেটো সদস্যদের সাথেও কথা বলেছি,” তিনি বলেন।

 

লাভরভ বলেন, আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক দায়-দায়িত্ব অনুসরণের পথ এখনো খোলা রয়েছে। ন্যায়বিচার এবং জাতিসংঘ চার্টারের মূল নীতিতে ফেরার জন্য যে কোনো আলোচনায় বসার জন্য রাশিয়া সবসময় প্রস্তুত থাকবে।

 

সূত্র: বিবিসি


মন্তব্য
জেলার খবর