ইরানের পরমাণু কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন দেশটির পরমাণু আলোচক ও উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি-কানি। তিনি বলেছেন, আমেরিকা পরমাণু সমঝোতার নিষেধাজ্ঞাগুলোর পাশাপাশি ‘সর্বোচ্চ চাপ প্রয়োগ’ কর্মসূচির আওতায় ইরানের বিরুদ্ধে যত নিষেধাজ্ঞা আরোপ করেছে, তার সবগুলো প্রত্যাহার করতে হবে।’
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সপ্তম দফা আলোচনা শেষে দেশে ফিরে কাতার-ভিত্তিক আল-জাযিরা নিউজ চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বাকেরি-কানি এসব কথা বলেন।
ইহুদিবাদী ইসরাইল ইরানের পরমাণু স্থাপনায় হামলা করলে, তার জবাবে ইরান কী ব্যবস্থা গ্রহণ করবে?- আল জাজিরার এমন প্রশ্নের জবাবে বাকেরি-কানি বলেন, ‘ইহুদিবাদীরা ঘুমের মধ্যে ইরানে হামলা চালানোর স্বপ্ন দেখতে পারে; আর সেরকম স্বপ্ন সত্যি হলে তাদের সে ঘুম আর কোনোদিন ভাঙবে না। ইরানে হামলা করলে, তাদের চরম মূল্য দিতে হবে।’
আরআই