ভোলায় ’বন্দুকযুদ্ধ’ দুই জলদস্যু নিহত

০৫ ডিসেম্বর ২০২১

ভোলা প্রতিনিধি:

ভোলার চরফ্যাশন উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’ চলাকালে গুলিবিদ্ধ হয়ে দুই  জলদস্যু নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে তিনটি রাম দা, একটি গুলি ও পিস্তল উদ্ধার করা হয়েছে। রোববার ভোরে জালিয়ার খাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের নাম-ঠিকানা এখনো যানা জানা যায়নি, তাদের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে।

উপজেলার দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাখাওয়াত হোসেন  বলেন, ভোরের দিকে জালিয়া খালের পাশে অভিযান চালায় র‌্যাব। এ সময় দস্যুরা র‌্যাবের সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে ওই দুজন নিহত হন। তারা কোন পক্ষের গুলিতে নিহত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। তাদের লাশ দক্ষিণ আইচা থানায় আনা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা জানান।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজিব রায়হান বলেন, চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার কুকরি-মুকরিতে একদল জলদস্যু ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- খবর পেয়ে তাদের একটি দল সেখানে অভিযান যায়।

কামরুজ্জামান শাহীন/এমকে

 

 


মন্তব্য
জেলার খবর