ইউক্রেন ইস্যুতে ভিডিও কনফারেন্সে আলোচনায় বসবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার বিশ্বের এ দুই প্রভাবশালী দেশপ্রধান অংশ নিতে যাচ্ছেন। রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ তাদের বৈঠকের বিষয়টি জানিয়েছেন।
পেসকভ জানান, ভিডিও কনফারেন্স কতক্ষণ স্থায়ী হবে তা দুই প্রেসিডেন্ট ঠিক করবেন। তবে বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি।
রাশিয়ার বিরুদ্ধে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইউক্রেন সীমান্তে বিপুল সেনা মোতায়েন করেছে দেশটি। তারা মনে করছে, ইউক্রেনে হামলা করতে চায় রাশিয়া। এ জন্যই সীমান্তে এতো সেনা মোতায়েন করেছে দেশটি।
মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেছেন, আগামী বছরের প্রথম দিকে ইউক্রেনে সম্ভাব্য সামরিক আগ্রাসন চালানোর জন্য সীমান্তে প্রায় ৭০ হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া।
আরআই