যত্রতত্র শিল্প প্রতিষ্ঠান নয়: প্রধানমন্ত্রী

০৫ ডিসেম্বর ২০২১

দেশে আর যত্রতত্র শিল্প প্রতিষ্ঠান করা যাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, সুনির্দিষ্ট জায়গাতেই শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, যাতে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ ঠিক থাকে; পরিবেশের কোনও ক্ষতি না হয়। পাশাপাশি যত্রতত্র বড় শিল্প প্রতিষ্ঠান না করে ক্ষুদ্র ও কুটির শিল্প করারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী। রোববার নবম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২১ উদ্বোধন অনুষ্ঠানে বিষয়টি নিয়ে কথা বলেন। সপ্তাহব্যাপী এ মেলা হচ্ছে রাজধানী ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।

শেখ হাসিনা জানান, তার সরকার দেশে ১০০টি শিল্পাঞ্চল গড়ে তুলেছে। এর বাইরেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গড়ে তোলা বিসিক শিল্প নগরীগুলোও সম্প্রসারণ করছে। তবে ক্রমবর্ধমান খাদ্য চাহিদার জোগান দিতে কৃষি জমি রক্ষা করতে চায় সরকার। ক্ষুদ্র ও কুটির শিল্প গড়ে তোলার ক্ষেত্রে জায়গা ঠিক করা, বর্জ্য ব্যবস্থাপনা ও পণ্যের বাজারজাতসহ অন্যান্য বিষয়ে উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহযোগিতা করার কথাও বলেন এসএমই ফাউন্ডেশনকে।   

ক্ষুদ্র ও কুটির শিল্প প্রসঙ্গে সরকারপ্রধান বলেন, এতে কর্মসংস্থান বাড়বে। অল্প পুঁজি দিয়ে কিছু উৎপাদন, বাজারজাত ও আর্থিকভাবে সচ্ছলতা লাভ করতে পারবে মানুষ। প্রাপ্য কাঁচামালের অঞ্চল ভিক্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি পণ্যের উৎপাদন বৃদ্ধির সঙ্গে মান ঠিক রাখারও আহবান জানান প্রধানমন্ত্রী। এ সময় এসএমই উদ্যোক্তাদের জন্য সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন জাতীয় এসএমই পুরস্কার-২০২১ বিজয়ী চার উদ্যোক্তার হাতে ক্রেস্ট, সনদ ও চেক তুলে দেন। বক্তব্য দেন- শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্প সচিব জাকিয়া সুলতানা, এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন এবং এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন ড. মো. মাকসুদুর রহমান প্রমুখ।

এমকে


মন্তব্য
জেলার খবর