সূচকের উত্থান, বেড়েছে লেনদেন

১১ জানুয়ারী ২০২২

বিনিয়োগকারীরা শেয়ার কেনায় আগ্রহী হওয়ায় সোমবার (১০ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর বেড়েছে। এতে সূচকের উত্থান হয়েছে। টাকার অঙ্কে বেড়েছে লেনদেন।

শেয়ার লেনদেনের অংশ নেওয়া কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৭৮টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত থাকে বাকি ৪১টির। তিন সূচকের মধ্যে ডিএসইএক্স বেড়েছে ৬১ পয়েন্ট, অবস্থান দাঁড়ায় ছয় হাজার ৯৯৪ পয়েন্টে। অন্য দুই সূচক ডিএসইএস ১২ ও ডিএস-৩০ ২৭ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে মোট এক হাজার ৪৮৭ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফাণ্ডের ইউনিট। আগের দিন এর পরিমাণ ছিল এক হাজার ৪৬১ কোটি আট লাখ টাকা।

এমকে


মন্তব্য
জেলার খবর