রাশিয়ার সৈন্যরা ইউক্রেনের রাজধানী কিয়েভের খুব কাছে পৌঁছে গেছে। যেকোনো সময় হামলা চালাতে পারে সেখানে। বিবিসির এক প্রতিবেদনে এখবর জানানো হয়েছে। এতে জানানো হয়, রাজধানী কিয়েভের প্রায় ১৫-২০ মাইল দূরে অবস্থিত অ্যান্টোনভ বিমানঘাঁটি সকাল থেকেই রুশ সৈন্যদের নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে রাশিয়ান প্যারাট্রুপারদের নিয়ন্ত্রণের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।
ঘটনাস্থল থেকে লাইভ রিপোর্টিং করছে মার্কিন গণমাধ্যম সিএনএন। গণমাধ্যমটি জানিয়েছে, ওই বিমানঘাঁটিতে রুশ প্যারাট্রুপারদের স্পষ্টভাবে দেখা যাচ্ছে। যদিও ইউক্রেনের ন্যাশনাল গার্ড রুখে দেওয়ার চেষ্টা করছে রাশিয়ার সৈন্যদের। তারা দাবি করেছে, ইউক্রেনের সেনারা পাল্টা হামলা শুরু করেছে।
এদিকে, ইউক্রেনে সামরিক অভিযান চালালেও রাশিয়া সবসময় আলোচনার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাবরভ।তিনি বলেন, “দুঃখের বিষয় এই যে আমাদের পশ্চিমা বন্ধুরা আন্তর্জাতিক আইনকে মর্যাদা দেন না। বরঞ্চ তারা তাকে ধ্বংস করতে চেষ্টা করছেন এবং তাদের গড়া ‘আইন-ভিত্তিক বিশ্ব ব্যবস্থা’ বাস্তবায়নে চেষ্টা করে চলেছেন।”
রুশ সরকারি সংবাদ সংস্থাই আইআরএকে লাবরভ এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, ‘আমেরিকান সহকর্মীদের সাথে আমাদের বিস্তারিত কথা হয়েছে। নেটো সদস্যদের সাথেও কথা বলেছি। আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক দায়-দায়িত্ব অনুসরণের পথ এখনো খোলা রয়েছে।’ লাবরভ বলেন, ‘ন্যায়বিচার এবং জাতিসংঘ চার্টারের মূল নীতিতে ফেরার জন্য যে কোনো আলোচনায় বসার জন্য রাশিয়া সবসময় প্রস্তুত থাকবে।’