জুলাইয়ের পর সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ভারতে

০৫ ডিসেম্বর ২০২১

ভারতে গত জুলাইয়ের পর করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষ মৃত্যুবরণ করেছেন। রোববার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স।

 

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, দেশের পূর্বাঞ্চলীয় বিহার রাজ্যে নথিবিহীন ২ হাজার ৪২৬ জনের মৃত্যুর তথ্য করোনায় প্রাণহানির তালিকায় যোগ করেছে। অন্যদিকে, একই দিনে দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় ২৬৩ জনের মৃত্যু ওই তালিকায় যুক্ত করা হয়েছে। সংশোধিত এই পরিসংখ্যানের ফলে দেশটিতে করোনায় একদিনে ২ হাজার ৭৯৬ জনের প্রাণহানি ঘটেছে, যা গত ২১ জুলাইয়ের পর একদিনে সর্বোচ্চ।

 

চলতি বছরের মার্চে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট আঘাত হানে। সে সময় দেশটিতে হাজার মানুষের প্রাণহানি এবং কয়েক লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হন। সে ঢেউ সামাল দিতে হিমশিম খেতে হয়েছে। অক্সিজেনের অভাবে চরম ভোগান্তি সহ্য করে ধীরে ধীরে অসংখ্য মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়েছে। আপনজন চোখের সামনে ছটফট করলেও আর্তনাদ করা ছাড়া করো কিছু করার ছিল না। মৃত্যুর সংখ্যা এত বৃদ্ধি পেয়েছিল যে, শ্মশানে শব পোড়ানের জায়গা ছিল না। 

 

সরকারি তথ্য মতে, দেশটিতে করোনায় ৪ লাখ ৭৩ হাজার ৩২৬ জন মারা গেছেন। তবে চিকিৎসক ও বিশেষজ্ঞদের দাবি মৃত্যুর সংখ্যা আরো অনেক বেশি। ভারতের কিছু রাজ্য নথিভুক্ত করা হয়নি। সম্প্রতি তালিকাভুক্ত হওয়ায় মৃত্যুর সংখ্যা বাড়তে শুরু করেছে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর