সূচকের উত্থান, কমেছে লেনদেন

০৬ ডিসেম্বর ২০২১

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার সূচকের উত্থান দেখা গেছে। আগের কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেন- ৩৫০ কোটি ২১ লাখ টাকা। বেড়েছে সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর। ৩৭৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৪৫টির, কমেছে ৭৯টির এবং  অপরিবর্তিত থাকে বাকি ৪৯টির।

দিন শেষে ডিএসইএক্স সূচক ২৯ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৯৬৫ পয়েন্টে,  ডিএসইএস সূচক দুই দশমিক ১৫ পয়েন্ট এক হাজার ৪৬১ দশমিক শূন্য ছয় পয়েন্টে ও  ডিএস৩০ সূচক দুই দশমিক ৩১ পয়েন্ট বেড়ে দুই হাজার ৬৩৮ দশমিক ২৫ পয়েন্টে দাঁড়ায়।

লেনদেন হয় ৮৯৪ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল এক হাজার ২৪৫ কোটি ১৯ লাখ টাকার।  রোববার লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের চিত্র দেখা গেছে। লেনদেনের তালিকায় টাকার অঙ্কে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড ও দর বৃদ্ধিতে এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড শীর্ষে থাকে। কোম্পানিটির ১১৭ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। দর বৃদ্ধি পায় ১০ শতাংশ।

এমকে


মন্তব্য
জেলার খবর