পুলিশি জেরার মুখে জ্যাকলিন

০৬ ডিসেম্বর ২০২১

বলিউডের জনপ্রিয় নায়িকা জ্যাকলিন ফার্নান্দেজ। রোববার মুম্বাই পুলিশ তাকে আটক করে। মূলত সুকেশ চন্দ্রশেখররে বিরুদ্ধে ২০০ কোটি টাকার প্রতারণার মামলায় জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়।

 

এদিন দুবাইয়ে একটি অনু্ঠিঅনে যোগ দেয়ার জন্য রওনা হয়েছিলেন। বিমানবন্দরে তাকে আটকে দেয় মুম্বাই পুলিশ। সন্ধ্যা গড়ানোর পর খবর আসে, কিছুক্ষণ জেরা করার পর তাকে মুম্বাই বিমানবন্দর থেকে চলে যাওয়ার অনুমতি দেয় তদন্তকারীরা।

 

জানা যায়, নায়িকার বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছে ইডি। এ জন্যই তাকে দেশ ছাড়ায় বাধা দেওয়া হয়। ধারণা করা হয়েছিল, তাকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করা হতে পারে। কিন্তু রবিবার তেমন কিছু ঘটেনি। তাকে মুম্বাই বিমানবন্দর থেকে বেরোনোর অনুমতি দেওয়া হয় শেষমেশ।

 

সূত্র: আনন্দবাজার পত্রিকা


মন্তব্য
জেলার খবর