মা অসাধারণ অভিনেত্রী: সারা

০৬ ডিসেম্বর ২০২১

বলিউড সুপার স্টার সাইফ আলি খানের মেয়ে সারা আলি খান। সারা সবে তিন বছর হলো ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন। ধীরে ধীরে বাবার মতোই জনপ্রিয় হয়ে উঠছেন। বর্তমানে মা অমৃতা সিংহের সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করেছেন সারা আলি খান। তবে সারার মা অমৃতা নাকি তার সঙ্গে কাজই করতে চান না। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই এমন অভিযোগ করলেন সাইফ কন্যা।

 

মায়ের সঙ্গে কোনো ছবিতে কাজ করবেন কি না? এমন প্রশ্নের জবাবে  সারা বলেন, “আমার মনে হয় না মা আমার সঙ্গে কাজ করতে চায়। শট দেওয়ার সময় আমার মুখে একটা চুল এসে পড়লে ‘কাট’ বলে কাজ থামিয়ে দেবে। তারপর হয়তো আমার চুল ঠিক করতে আসবে। আমাকে যাতে দেখতে খুব ভালো লাগে সেই চেষ্টাই মা সব সময় করে যাবে। আমি মাকে এমন পরিস্থিতিতে ফেলতে চাই না।”

 

নিজের মায়ের অভিনয়ের প্রশংসা করে সারা বলেন, “আমার মা একজন অসাধারণ অভিনেত্রী। সে মা হওয়ার আগে থেকেই অভিনয় করে।”

 

৮০ ও ৯০-এর দশকে চুটিয়ে অভিনয় করেছেন অমৃতা। ‘বেতাব’, ‘নাম’, ‘আয়না’-র মতো জনপ্রিয় ছবিতে কাজ করেছেন তিনি।

 

 

আরআই


মন্তব্য
জেলার খবর