নির্মাতার দায়িত্ব অনেক: অরুণা বিশ্বাস

০৬ ডিসেম্বর ২০২১

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অরুণা বিশ্বাস। ৯০’র দশকের এ নায়িকা এখনও অভিনয় করে যাচ্ছেন সমান তালে। অভিনয়ের পাশাপাশি ‍চিত্রনাট্যও পরিচালনা করছেন। এবার প্রথমবার একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন।

 

প্রথমবারের মতো চরচ্চিত্র বানানোর অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে অরুণা বলেন, ‘একজন নির্মাতার দায়িত্ব আসলে অনেক। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করতে হচ্ছে। শিল্পীর জামা-কাপড় ঠিক করে দেয়া থেকে শুরু করে অভিনয় বোঝানো সব কিছুই করছি। সবমিলিয়ে ভালোই যাচ্ছে।’

 

অভিনয়ের পাশাপাশি পরিচালনা করতে কোনো সমস্যা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে অরুণা আরো বলেন, ‘আরামেই কাজটা তুলতে পারছি। কারণ আমার শিল্পীরা খুবই কো-অপারেটিভ। সবার মধ্যে বোঝাপড়াটাও ভালো হয়ে গেছে। যার কারণে সুবিধা হচ্ছে।’

 

সরকারি অনুদানের নির্মিত হচ্ছে তার পরিচালিত ‘অসম্ভব’ সিনেমাটি। ইতোমধ্যে সিমেমাটির শুটিং শুরু হয়ে গেছে। প্রথম পর্বে মানিকগঞ্জে শুটিং

 

 

আরআই


মন্তব্য
জেলার খবর