গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৪ জন মারা গেছেন। এ সময়ে নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২৭৭ জনের। ১ দশমিক ৪৪ শতাংশ নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। আর মোট আক্রান্তদের মধ্যে সুস্থতা ফিরে পেয়েছেন ৩২৬ জন। সোমবার স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ৭২০ জনের। এর মধ্যে মারা গেছেন ২৮ হাজার ৫ জন, সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪২ হাজার ৬০০ জন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ১০ লাখ ৮৪৩টি। শনাক্তের হার ১৪ দশমিক ৩৪।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ১৯ হাজার ২২১টি, পরীক্ষা হয়েছে ১৯ হাজার ২৩৭টি। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২ জন, আর নারী ২ জন। বিভাগের মধ্যে ঢাকায় ২ জন এবং রাজশাহী ও ময়মনসিংহ মিলে ২ জন। ১ জন সরকারি হাসপাতালে ও বাকি ৩ জন বেসরকারি হাপসাতালে মারা গেছেন।
এমকে