বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনিকে নিয়ে দেয়া নিজের বক্তব্যটি প্রত্যাহার করবেন না তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। তাঁর দাবি, বক্তব্যটি দিয়ে কোনো ভুল করেননি তিনি। তাছাড়া বক্তব্যটি প্রত্যাহারের ব্যাপারে সরকার ও দলের ওপর থেকেও কোনো চাপ নেই। সোমবার আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে বিষয়টি জানান। এমন বক্তব্য দেয়ার আগে বেগম জিয়ার নাতনি তাকে ‘নোংরা ভাষায়’ আক্রমণ করেছে বলেও দাবি করেছেন প্রতিমন্ত্রী মুরাদ হাসান।
প্রতিমন্ত্রী জানান, আমার মেয়ের মতো বয়সি হয়ে যে নোংরা ভাষায় সে (খালেদার নাতনি) আমাকে নিয়ে ট্রল করেছে, সেটি কুচিন্তনীয়।
প্রসঙ্গত, ৪ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে কথা বলেন তিনি। তার এ বক্তব্যকে ‘কুরুচিপূর্ণ’অভিহিত করে ফেসবুকে প্রতিমন্ত্রী মুরাদের সমালোচনায় সরব হয়েছেন নেটিজেনরা। এদিকে তার এ বক্তব্যকে ব্যক্তিগত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তারপরও বলেছেন, বক্তব্যটির বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি জানান ওবায়দুল কাদের।
এমকে