আফগানিস্তানে ২০ বছর ধরে অভিযান চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তালেবান সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে দখল দারিত্ব চালিয়েছে তারা। ফলে দেশটি চরম সঙ্কটের মুখোমুখি হয়েছে বলে অভিযোগ করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি।
ইরানে সফররত কিরগিজস্তানের নিরাপত্তা পরিষদের ভাইস চেয়ারম্যান তালাতবেক মাসাদিয়াকভের সাথে এক বৈঠকে শামখানি রোববার এসব কথা বলেন। কিরগিজিস্তানের এ কর্মকর্তা ৩ দিনের ইরান সফরে রয়েছেন। বৈঠকে দুই পক্ষ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন।
আফগানের বর্তমান পরিস্থিতির জন্য আমেরিকাকে দায়ী করে আলী শামখানি আরো বলেন, আফগানিস্তানে মার্কিন সামরিক অভিযান এবং ২০ বছরের দখলদারিত্বের কারণে দেশটিতে সঙ্কট তৈরি হয়েছে। আফগানিস্তানে শান্তি, স্থিতিশীলতা ও টেকসই নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য সব নৃগোষ্ঠীর সমন্বয়ে অংশগ্রহণমূলক সরকার গঠনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া জরুরি।
আরআই