দীর্ঘ ২০ বছর ধরে আফগানিস্তানে মোতায়েন ছিল যুক্তরাষ্ট্রের সেনা। এবছরের ১৫ আগস্ট সেনা প্রত্যাহার করে দেশটি। ক্ষমতা হস্তান্তর করে তালেবানের কাছে। দীর্ঘ ২০ বছর লড়াই-সংগ্রামের পর সরকারের আসে তারা। কিন্তু এরমধ্যে আফগানিস্তানে ঘটে গেছে অনেক ঘটনা। দেশটির অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। খাদ্যসঙ্কট চরম আকার ধারণ করেছে। বাইরে বারুদের গন্ধ দূর হলেও পেটের ক্ষুধা দূর করার সম্বল হারিয়েছে। পথে নেমে এসেছে মানুষ। খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে হাজার হাজার মানুষ।
তালেবান ক্ষমতায় আসার পর মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেশটি থেকে মানুষ পালাতে শুরু করে। যদিও তালেবানরা সাধারণ মানুষের নিরাপত্তার জন্য সোচ্চার ছিলেন। তারপরও দেশ-বিদেশে পালাতে শুরু করে। সেসময় দেশটির বিভিন্ন প্রদেশ থেকে রাজধানী কাবুলে পালিয়ে আসে। আশ্রয় নেয় খোলা আকাশের নিচে। তারা এখনও সেখানেই আছেন। খাদ্যাভাব ও নানা সমস্যার জর্জরিত। যাপন করছেন মানবেতর জীবন। নিজ গৃহে ফিরে যাওয়ারও ফুসরত নেই কারো।
এসব তথ্য জানিয়েছে আফগানিস্তানের শরণার্থী ও প্রত্যাবাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। খবর টোলো নিউজের।
ওই প্রতিবেদনে বলা হয়, অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ও গৃহহীন হাজার হাজার আফগান এখনও কাবুলে বাস করছেন। যাদের জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা দরকার। ইতোমধ্যে চার হাজার অভ্যন্তরীণ বাস্তুচ্যুত আফগান পরিবারকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের নিজ নিজ প্রদেশে স্থানান্তরিত করা হয়েছে।
শরণার্থী ও প্রত্যাবাসন মন্ত্রণালয়ের উপমন্ত্রী মুহাম্মদ আরসালা খারোটি বলেন, শুধুমাত্র সহায়তা যথেষ্ট নয়। আফগানিস্তানের মানুষ নানা ধরনের সমস্যায় জর্জরিত। তাই তাদের সমস্যার দিকে পরিপূর্ণ নজর দিতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিশ্রুতি পরিপূর্ণভাবে পূরণ করা হয়নি এবং আফগানিস্তানে পৌঁছায়নি।
আরআই