মুরাদ-মাহি ফোনালাপ; আমার কোনো দোষ ছিল না : মাহি

০৭ ডিসেম্বর ২০২১

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সাথে চিত্রনায়িকা মাহিয়া মাহির একটি ফোনালাপ সম্প্রতি ভাইরাল হয়েছে। এতে মাহির সাথে খুব অশ্লীল ভাষায় কথা বলতে শোনা যায় ড. মুরাদকে। তবে এ বিষয়ে তৎখনাত কোনো মন্তব্য করতে শোনা যায়নি মাহিকে। এবার এ বিষয়ে এক ভিডিও বার্তায় নিজের অবস্থান পরিষ্কার করলেন মাহি।

 

বর্তমানে স্বামীর সাথে ওমরাহ পালন করতে মক্কায় আছেন মাহি। সেখান থেকে সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তা পোস্ট করে মাহি বলেন, ‘আমি মাহি। মক্কার হারাম শরিফ থেকে বলছি। আপনারা জানেন, আমরা ওমরাহ পালন করতে এসেছি। এ জন্য ফোন রিসিভ করছি না। ইবাদত করতে এসেছি। সেটাই ঠিকমতো করতে চাই। যেটা বলার জন্য ভিডিওটা করেছি সেটা হচ্ছে- আমি সেদিনও ভীষণ বিব্রত ছিলাম। নিজের আত্মসম্মানে সেদিন কতটা আঘাত লেগেছে, সেটা আমি জানি আর আমার আল্লাহ জানেন। আজ আরও একবার আমি বিব্রত হলাম। নিজের কাছে ছোট হলাম। দেশবাসীর কাছে আরও একবার ছোট হলাম।’

 

ফোনালাপটি দুই বছর আগের উল্লেখ করে মাহি আরো বলেন, ‘আপনারা নিজে থেকে ভেবে দেখবেন। এ রকম ভাষা বা ব্যবহারের প্রত্যুত্তর আমার আসলে কী দেওয়া উচিত ছিল? সেদিন আমার কিছু বলার ভাষা ছিল না। আমি সে জন্য কোনো প্রতিবাদ করিনি। যেভাবে পেরেছি, পাশ কাটিয়ে যাওয়া উচিত বলে মনে হয়েছে। আমি পাশ কাটিয়ে গেছি। এটা দুই বছর আগের একটা ঘটনা। বরাবরের মতো আমি আল্লাহর কাছে বলেছি। আমি কষ্ট পেয়েছি। যে কষ্ট দিয়েছেন। সেই ফল তিনি পেয়েছেন।’

 

মাহি পরিস্থিতির শিকার ছিলেন দাবি করে বলেন, ‘এই বিষয় নিয়ে এখান থেকে কথা বলার মানসিকতা আমার নেই। আমি দোষী কি না, আপনারা নিজের জায়গা থেকে চিন্তা করবেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমাদের ওমরাহ যেন আল্লাহ কবুল করেন। আমার কোনো দোষ ছিল না। আমি একটা পরিস্থিতির শিকার ছিলাম।’

 

আরআই


মন্তব্য
জেলার খবর