মন্তব্য
ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। ইতোমধ্যে অনেক হতাহতের খবর পাওয়া গেছে। ইউক্রেনের রাজধানীর খুব কাছে অবস্থান করছে রাশিয়ান সেনা।
ইউক্রেনে রাশিয়ার এমন আক্রমণকে প্রত্যাক্ষান করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। এটাকে তিনি ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।
এরদোগান বলেন, এটা আন্তর্জাতিক আইনবিরোধী। তুর্কি প্রেসিডেন্ট ইউক্রেনে রুশ আক্রমণকে ‘আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় চপেটাঘাত’ বলে মন্তব্য করেন।
এরদোগান বলেন, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনস্কির সঙ্গে কথা বলেছেন। এ টেলিফোন আলাপে তিনি ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতায় সমর্থন জানিয়েছেন।
এরদোগান বলেন, রাশিয়া ও ইউক্রেন উভয়কে আমরা বন্ধু রাষ্ট্র হিসেবে দেখি। দেশ দুটির এমন পরিস্থিতি মুখোমুখি হওয়া দুঃখজনক।