ঐশ্বরিয়াকে পেয়ে আপ্লুত ঈশিকা

০৭ ডিসেম্বর ২০২১

রবীন্দ্রনাথ ঠাঁকুরের কাহিনি অবলম্বনে ‘থ্রি লেটার’ সম্প্রতি নতুন একটি ছবিতে কাজ করেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ছবিটি পরিচালনা করেছেন ফিউশন কণ্ঠশিল্পী ও নাট্যকার ঈশিতা গাঙ্গুলী।

 

এটি তার প্রথম পরিচালনা। ঈশিতা বলেন, ‘শুরুতে ছবিটির নাম ছিল “থ্রি উইমেন”। পরে নাম বদলে রেখেছি “থ্রি লেটার”। কারণ, ছবিটা রবীন্দ্রনাথ ঠাকুরের বউদি কাদম্বরী দেবীর চিঠি নিয়ে।’

 

ছবিটির কেদ্রীর চরিত্রে অভিনয় করেছেন ঐশ্বরিয়া। একে তো প্রথম সিনেমা, তার ওপর ঐশ্বরিয়াকে পেয়ে বেশ আপ্লুত ঈশিতা। ঈশিতা বলেন, ‘আমি খুব খুশি। কারণ, ঐশ্বরিয়া ছবিটা করতে রাজি হয়েছেন। তার মতো শিল্পীকে নিয়ে প্রথম ছবি করতে পারাটা অন্য রকম আনন্দের।’

 

ঈশিতা আরো বলেন, ‘মহামারির ভেতর আমি তার সঙ্গে এ নিয়ে অনেক আলাপ–আলোচনা করেছি। চিত্রনাট্য পড়ে তিনি বললেন, গল্পটায় পুরোনো আমেরিকান একটা স্বর খারাপ লাগবে না। আমি রাজি হয়ে গেলাম।’

 

আরআই


মন্তব্য
জেলার খবর