ঢাকা টেস্টে কমেনি বৈরি আবহাওয়ার প্রভাব। ৪র্থ দিনেও মাঠে বল গড়াতে দেরি হয়েছে। ১০টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও বল মাঠে গড়িয়েছে ১০.৫০ টায়। দেড় দিন পর মঙ্গলবার শুরু হলো খেলা।
প্রথম সেশন শেষে পাকিস্তানের সংগ্রহ ২৪২ রান। এদিন ২ উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের বোলাররা। তাইজুল ইসলাম নিয়েছেন দুটি উইকেট। এছাড়া এবাদত হোসেন ও খালেদ আহমেদ নিয়েছেন ১টি করে উইকেট।
যথাক্রমে ১৯ ও ২৬ রানে ক্রিজে আছেন ফাওয়াদ আলম ও মোহাম্মদ রিজওয়ান। এছাড়া আবিদ আলি ৩৯, আবদুল্লাহ শফিক ২৫, আজহার আলি ৫৬ ও বাবর আজম ৭৬ রান করেন।
২ উইকেটে ১৬১ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিল অতিথিরা। ক্রিজে ৬০ রান নিয়ে বাবর আজম ও ৩৬ রান নিয়ে আজহার আলি। প্রথম দিনের খেলায়ও কয়েক দফায় হানা দিয়েছিল বৃষ্টি।
বৃষ্টির কারণ দ্বিতীয় দিনের খেলাও পণ্ড হয়ে যায়। মাত্র ৩৮ বল মাঠে গড়িয়েছিল। রোববার (৪ ডিসেম্বর) হাতে ২ ঘণ্টার মতো সময় বাকি থাকলেও আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় বিকেল ৩টার দিকে খেলা স্থগিত ঘোষণা করা হয়।
আরআই