কাজে ফিরছেন শাহরুখ

০৭ ডিসেম্বর ২০২১

বলিউড সুপার স্টার শাহরুখ খান। মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন ছেলে আরিয়ান খান। কারাবাসও হয়েছিল তার। বর্তমানে জামিনে মুক্ত হয়েছেন আরিয়ান। আদালতের জটিলতা তাই অনেকটা কমেছে। এবার শুটিংয়ে ফিরতে চান বলিউড বাদশা।

 

শোনা যাচ্ছে, আগামী ১৫ ডিসেম্বর থেকে পরিচালক সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ সিনেমার কাজ শুরু করবেন তিনি। ছবিটির শুটিং হবে স্পেনে। তার জন্য শাহরুখ, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম স্পেন পাড়ি দেবেন শিগগিরই। শাহরুখের জন্যই ‘পাঠান’-এর শুটিং শিডিউল নতুন করে তৈরি করতে হয়েছে। সিনেমার প্রযোজক আদিত্য চোপড়া থেকে দীপিকা, জন প্রত্যেকেই শাহরুখের জন্য নিজেদের ব্যস্ত শিডিউল থেকে সময় বের করেছেন।

 

মাসখানেক ধরে নিজেকে সব কিছু থেকে গুটিয়ে রেখেছিলেন শাহরুখ। ‘পাঠান’-এর কাজ শুরু করার আগে ফের শারীরচর্চা শুরু করেছেন অভিনেতা। এরপর রয়েছে অ্যাটলি পরিচালিত অ্যাকশন সিনেমার শুটিংও। তাই শাহরুখ এখন পুরোদমে প্রস্তুতি শুরু করেছেন নতুন করে কাজে ফেরার।

 

আরআই


মন্তব্য
জেলার খবর