ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে মাউন্ট সেমেরু আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। গ্রামের পর গ্রাম তলিয়ে গেছে ছাইয়ের স্তুপে। গত শনিবার থেকে শুরু হয় এ অগ্ন্যুৎপাত। এতে অনেক মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। খবর বিবিসির।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, আগ্নেয়গিরির ছাই বাড়িঘরের ছাদ পর্যন্ত উঠে গেছে। ঘন ধোঁয়ায় ঢেকে গেছে মেঘ। ফলে দিনের বেলায়ও সূর্য দেখা যায় না। রাতের মতো অন্ধকার হয়ে থাকে আকাশ। জানাচ্ছিলেন গ্রামবাসীরা। এ পর্যন্ত ৫৭ জন আগুনে পুড়ে গেছে। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার দুর্যোগ মোকাবিলা সংস্থা বিএনপিবি।
অগ্ন্যুৎপাতে লুমাজাং প্রদেশের অন্তত ১১টি গ্রাম ছাইয়ের নিচে সম্পূর্ণ চাপা পড়েছে। ঘরবাড়ি ছেড়ে পালানো গ্রামবাসীদের অনেকেই মসজিদ ও অস্থায়ী কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। এলাকা থেকে এ পর্যন্ত ৯০০ জনের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
বিএনপিবি আরো জানিয়েছে, অগ্ন্যুৎপাত জনিত এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে আছে। সেই সাথে নেই বিদ্যুৎ সংযোগ। এছাড়া অগ্ন্যুৎপাতের পর ঝড়-বৃষ্টিও হয়েছে। ফলে আগ্নেয়গিরির লাভা ও ছাইয়ে মিশে কাঁদা হয়ে গেছে। ফলে উদ্ধার কাজ আরো কঠিন হয়ে উঠেছে।
আরআই