করোনা রোগে ভুগে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫ জন। এ সময়ে নমুনা পরীক্ষায় রোগটি শনাক্ত হয়েছে ২৯১ জনের। পাশাপাশি করোনামুক্ত হয়েছেন ৩০৮ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ১১ জনের। এর মধ্যে মারা গেছেন ২৮ হাজার ১০ জন এবং সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪২ হাজার ৯০৮ জন। ১ কোটি ১০ লাখ ২০ হাজার ৮৫৭টি নমুনা পরীক্ষা হয়েছে। শনাক্তের হার ১৪ দশমিক ৩২।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহিত হয়েছে ১৯ হাজার ৮৬৮টি, অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা হয়েছে ২০ হাজার ১৪টি। শনাক্তের হার ১ দশমিক ৪৫। মারা যাওয়াদের মধ্যে ৪ জন পুরুষ এবং ১জন নারী। বিভাগের মধ্যে ঢাকার ৪ জন এবং চট্টগ্রামের ১ জন রয়েছেন। সরকারি হাসপাতালে ৪ জন এবং বেসরকারি হাসপাতালে ১জন মারা গেছেন।
এমকে