জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)’র নিয়মিত বৈঠকে এবার ১০ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এতে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৭ হাজার ৪৪৭ কোটি ৭ লাখ টাকা। মঙ্গলবার রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এ বৈঠক হয়, ভার্চয়ালি সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ব্যয়ের অর্থের উৎসের মধ্যে সরকারি তহবিলের তিন হাজার ৬৮২ কোটি ২৮ লাখ টাকা, বৈদেশিক ঋণ ৩ হাজার ৬১০ কোটি ৯৮ লাখ এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৫৩ কোটি ৮১ লাখ টাকা।
প্রকল্পগুলো হচ্ছে- ৩৩৪ কোটি টাকার মোংলা বন্দর থেকে চাঁদপুর-মাওয়া-গোয়ালন্দ হয়ে পাকশী পর্যন্ত নৌ-রুটের নাব্য উন্নয়ন প্রকল্প, ১ হাজার ৫৩৮ কোটি ১০ লাখ টাকারকুমিল্লা সিটি করপোরেশনের সমন্বিত অবকাঠামো উন্নয়ন প্রকল্প, ৩১ কোটি ৮৬ লাখ টাকার চট্টগ্রাম ও রাজশাহীতে ক্রীড়া স্কুল প্রতিষ্ঠা প্রকল্প, ৪৫৬ কোটি ৯ লাখ টাকার সিলেট, বরিশাল, রংপুর, রাজশাহী এবং ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপন প্রকল্প, ৭১৩ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন, ১৩ কোটি ৮৪ লাখ টাকার জাতীয় সংসদ সচিবালয়ের আইসিটি অবকাঠামো মানবসম্পদ ও প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রকল্প, ডিজিটাল গভর্নমেন্ট ও অর্থনীতি সমৃদ্ধিকরণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৫৪১ কোটি ৬৪ লাখ টাকা,৩২২ কোটি ৯৯ লাখ টাকার সেচ অবকাঠামো পুনর্বাসন প্রকল্প, ১ হাজার ১৮২ কোটি ৫৫ লাখ টাকার ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প ও ৩১৩ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে বৃহত্তর নোয়াখালী জেলার পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্প।
এমকে